০২:৫৭ পূর্বাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

নির্বাচনের সময় স্পষ্ট করার দাবি জামায়াতের

প্রকাশ : ২৪ মে, ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচন কখন হবে তা স্পষ্ট করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও বিচার কার্যক্রম দেখতে চায় দলটি। 

বৈঠক শেষে শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আমীর ডা. শফিকুর রহমান।

এর আগে রাত ৮টায় জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। এর কিছু সময় পর বৈঠক শুরু হয়। এসময় জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি— দুটি বিষয়ে স্পষ্ট করা দরকার। নির্বাচন কখন হবে। 

শীর্ষনিউজ/এ. সাঈদ